New Coaching Rules: কোচিংয়ের ম‍্যারাথন রেস থেকে নিস্তার ছাত্রছাত্রীদের! ভারত সরকারের নতুন নির্দেশিকা

Published on:

Follow Us

Coaching Rules: শিক্ষা হল জীবনের পথ দেখায়, জীবনের অগ্রগতির দিশারী। তাই বলে কিন্তু শিক্ষা জীবনের সর্বস্ব নয়। আজকাল জন্মের পর থেকে প্রত‍্যেক বাবা মা সন্তানের পড়াশুনার উপর বিশেষ জোর দেন। সন্তান ক্লাসে যাতে টপ র‍্যাঙ্ক করে তার জন‍্য বাবা মা জানপ্রান দিয়ে খাটেন। কিন্তু শৈশবকালের মানসিক বৃদ্ধির জন‍্য ক্রিয়াকলাপ বা সামাজিক অংশগ্রহন তা নিয়ে বাবা মায়ের কোন ভ্রুক্ষেপ নেই। সন্তান যতই উচু ক্লাসে ওঠে বাবা মায়ের পড়াশুনা নিয়ে চিন্তা আরও বেড়ে যায়।

এই চিন্তাভাবনা থেকে ছাত্রছাত্রীদের মুক্তি দিতে ভারত সরকার নতুন নির্দেশিকা জারি করেছে। এই নির্দেশিকার আওতায় কোচিং সেন্টারের কার্যক্রম ও শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত করা হবে (Coaching Rules)।

কোচিং নিয়ে ভারত সরকারের নির্দেশিকাগুলি (Coaching Rules)

১. কোচিং সেন্টারে ভর্তি হতে হলে নূন‍্যতম ১৬ বছর বা মাধ‍্যমিক পাস হতে হবে।

এই নির্দেশনার ফলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা কোচিং সেন্টারে যেতে পারবে না। এতে তাদের শৈশবকালের মানসিক ও শারীরিক বিকাশের সুযোগ বাড়বে।

২. নম্বর বা র‍্যাঙ্কিংয়ের কোন গ‍্যারান্টি দেবে না কোচিং সেন্টার।

এই নির্দেশনার ফলে কোচিং সেন্টারগুলি শিক্ষার্থীদের সাথে প্রতারণা করতে পারবে না। শিক্ষার্থীরা বুঝতে পারবে যে কোচিং সেন্টারে ভর্তি হলেই তারা ভালো ফলাফল পাবে না।

৩. বছরের মাঝখানে প্রাইভেট টিউটরদের বেতন বাড়ানো যাবে না।

এই নির্দেশনার ফলে শিক্ষার্থীদের অতিরিক্ত অর্থ খরচের চাপ কমবে।

৪. কোন পড়ুয়া বছরের মাঝে কোচিং ছাড়লে তাকে ১০ দিনের মধ‍্যে সম্পূর্ণ টাকা দিতে হবে।

এই নির্দেশনার ফলে শিক্ষার্থীদের কোচিং সেন্টার থেকে হঠাৎ করে বের হয়ে যাওয়ার সুযোগ থাকবে না (Coaching Rules)।

৫. একদিনে সর্বোচ্চ পাচঘন্টা ক্লাস করানো যাবে।

এই নির্দেশনার ফলে শিক্ষার্থীদের অতিরিক্ত ক্লাসের চাপ কমবে।

৬. ভোরে বা গভীর রাতে ক্লাস নেওয়া যাবে না।

এই নির্দেশনার ফলে শিক্ষার্থীদের স্বাস্থ্যের ক্ষতি হবে না।

৭. পড়ুয়াদের মানসিক স্বাস্থ‍্যের বিশেষ খেয়াল রাখতে হবে।

এই নির্দেশনার ফলে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করা হবে (Coaching Rules)।

৮. দোষী সাব‍্যস্ত কোন শিক্ষককে নিয়োগ নেওয়া যাবে না।

এই নির্দেশনার ফলে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

আরও পড়ুন: ছাত্র-ছাত্রীরা পাবে 20,000 টাকা! আবেদন করতে হবে এখানে

কেননা ছাত্রছাত্রীরা সাফল‍্য লাভ করলেই নাম হবে সেই কোচিংয়ের, আরও ছাত্রছাত্রীরা আকর্ষিত হবে, ব‍্যবসার মুনাফা বাড়বে (Coaching Rules)। ভারত সরকারের এই নির্দেশিকা যেমন সাধুবাদ জানিয়েছেন অনেকেই, পাশাপাশি উঠেছে সমালোচনার ঝড়, কেননা সরকার শোষিত না হলে কীকরে এতটা উদ্বত হতে পারে কোচিংগুলি?

অতীতের মানহানি (Coaching Rules)

প্রতিযোগিতার দৌড়ে সামিল হয়ে পড়ুয়ারা আজ সিলেবাসের পড়া করতেই ব‍্যস্ত, তবে পাঠ‍্যক্রমের পড়ার বাইরেও যে ঐতিহাসিক ঐতিহ্য, সংস্কৃতিচর্চা নিয়ে পড়াশুনা করার কথা তো আজ অতীত। বলতে গেলে পশ্চিমবঙ্গের প্রতিটি রাজ‍্যেরই কোন ঐতিহ্য, সংস্কৃতি নিয়ে চর্চা, অলোচনা ও পুথিগত আলোচ‍্য বিষয় আছে যা আজ দেখভালের অভাবে অবহেলায় ভুক্তভোগী। সাহিত‍্যপ্রেমী ও পড়ুয়াদের অভাবে আজ বাংলার সংস্কৃতি ধুকছে। এদিকে সরকারের বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই।

ভারত সরকারের এই নতুন নির্দেশিকা ছাত্রছাত্রীদের পড়াশুনার মান ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই নির্দেশিকার সঠিক বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন: মাধ্যমিক পরীক্ষার রিপোর্টিং টাইম নিয়ে বড় আপডেট, এখনই জানতে হবে